Saturday 6 August 2011

Read about a Tribe in America (পড়ুন আমেরিকার এক আজব জাতির কথা)

অবিশ্বাস্য!!!


আজকে আপনাদের বলব প্রযুক্তিতে এগিয়ে থাকা ১ নং দেশ, আমেরিকার কথা। বলব প্রযুক্তিক আমেরিকার এক অপ্রযুক্তিক আদিম এক গোষ্টির কথা।

USA এর Pennsylvania এলাকার AMISH নামে এক গোষ্টি ১৬০০ সালে ইউরোপ থেকে USA তে আসে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে ওরা এখনো সেই ১৬০০ সালেই রয়ে গেছে। ১৬০০ সালের সেই life style ধরে রেখেছে। জানি বিশ্বাস হচ্ছেনা। তাহলে পড়ুন...

এই Amish গোষ্টি ইলেকট্রিসিটি, gas, গাড়ি, টিভি, কম্পিউটার আধুনিক দুনিয়ার কোনো কিছুই use করেনা। এমন কি বাইরের কারো সঙ্গে তেমন কথাও বলেনা। এখনো ঘোড়ার গাড়িতে চড়ে যাতায়াত করে। চাষবাসটাও সারে ঘোড়া দিয়েই। অন্য কারো বা নিজেদেরও কোনো ছবি তোলেনা।

New York থেকে Pennsylvania দুরত্ব ৩৫০ কিমি। কিন্তু পিছিয়ে আছে ৩৫০ বছরেরও বেশি সময় ধরে। যদিও আমি এটাকে পিছিয়ে থাকা বলবনা, কারণ সভ্যতা আমাদেরকে অস্থিরতা ছাড়া কিছুই দেয়নি। USA সরকার তাদের নিয়ে ঘাটাঘাটি করেনা। নিজেদের খাবার নিজেরাই তৈরী করে, নিজেদের ফসল নিজেরাই চাষ করে। কোনো কোনো Amish সরকারকে tax দেয়না।

ওরা সর্বোচ্চ ক্লাস eight পর্যন্ত পড়ে আর স্কুলগুলো সব একরুমের হয়। প্রশ্ন আসতে পারে ক্লাস eight পর্যন্ত কেন? আসলে স্কুলগুলো ক্লাস eight পর্যন্তই হয়। স্কুলের শিক্ষকরাও এই স্কুল থেকেই পাশ করে। তাই বুঝতেই পারছেন শিক্ষকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন পর্যন্ত!!!

Amish পুরুষরা কালো hat পরে, বিয়ের পর থেকে ওরা দাড়ি রাখে কিন্তু গোফ রাখেনা।

বাচ্চা প্রসবের জন্য কেউ কেউ এখনো দায়ি use করে...

খবরটা দেখছিলাম এনটিভিতে. সঙ্গে সঙ্গে সার্চ দিলাম...পেলাম ইন্টারেস্টিং কিছু ঘটনা...ইন্টারনেটে সার্চ দিয়ে যা বুজলাম, কিছু কিছু Amish পরিবর্তন হচ্ছে কিন্তু বৃদ্ধ Amish রা এটা ভালো চোখে দেখছেনা...

Amish দের সম্পর্কে মজার কিছু তথ্য

0 comments:

Post a Comment