Monday 21 May 2012

Our Linux আমাদের লিনাক্স

সবাইকে সালাম ও শুভেচ্ছা ,কেমন আছেন সবাই,আশা করি পরম কারুনাময় আল্লাহ্‌তালা সবাইকে ভাল রেখেছেন ।আর সবাই কে ভাল রাখেন এই কামনা করি (আমীন)। আজ আমি একটা ভিন্ন জিনিস নিয়ে হাজির হয়েছি, ইতি মধ্যে আমরা অনেক এ লিনাক্স সম্পরকে জেনেছি। আজ আমি এর আর-ও কিছু পরিচিতি নিয়ে আলোচনা করব। লিনাক্স হয়ত নামটা শুনে একটু চমকে গেলেন,হা যাওয়ার কথা।কিন্ত চমকাবেন না।।কারন লিনাক্স আপনার জন্য আর আপনার এই ডিজিটাল জীবনের জন্য, আপনি এখন আপনার কম্পিউটার অথবা লেপটপের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইউজ করতেছেন কিন্ত এমন একদিন সময় আসবে আপনাকে লিনাক্স ইউজ করতে হবে ।।বলেনতো কেন ………কারন এর সহজ এবং পরিপাঠির জন্য ।আর সবছেয়ে বড় কথা হল এটা একটা ওপেন সোর্স মানে এর জন্য আপনাকে কোন টাকা দেওয়া লাগবে না । আই মিন এইটা সম্পুর একটা মুক্ত অপারেটিং সিস্টেম.
কিন্ত আমি যদি লিনাক্স এর কথা শুরু করি তাহলে বলে শেষ করা যাবে না।। বইটির ডাউনলোড লিঙ্ক থেকে ঘুরে আসেন একবার লিনাক্স রাজ্য …………..এখানে ফেসবুক এ রয়েছে লিনাক্স নিয়ে একটি গ্রপ । আমাদের লিনাক্স নামেঃ জয়েন্ট করতে চাইলে । এখানে... আর আমাদের দেশে রয়েছে একটি অফিসিয়াল সাইট । চলেন একবার দেখে আসি ……

0 comments:

Post a Comment