Saturday 25 December 2010

ব্যতিক্রম ১(My Own)

কবিতা কিনা জানিনা। তবে হঠাৎ মাথায় আসলো। যদি ভুল পান ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ব্যতিক্রম ১
========
মোঃ মহসিন মুন্না


অকলংক চরিত্রের, যে কিনা অক্লান্ত পরিশ্রমী
অগাধ পান্ডিত্য ও অবিচলিত চিত্তধারি।
অপূর্ব সৌন্দর্যের সাথে অটল বিশ্বাস
আর অসহ্য যন্ত্রনার সাথে ব্যয়িত অনুপম রূপবতী নারী।
অবাধ গতি নিয়ে অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি,
যিনি সর্বদাই অপদার্থ আর অনিষ্টের মূল।
অপ্রীতিভাজন সম্ভাষণ নিয়ে অভিনন্দনপত্র,
অবর্ননীয় মাধূর্য ভাসে অনিমেষ নয়নে।
অমূল্য ধন আর অতুল ঐশ্বর্য নিয়ে
অবিনশ্বর কীর্তির বিরুদ্ধে অবৈধ উপায়।
অমানুষিক বীরত্ব দেখানো অতিথি সৎকার,
কিন্তু অনুর্বর প্রদেশে থাকে অকাট্য প্রমাণ।
অন্তিমকালের জন্য অনুজীবিদের প্রতি স্নেহ
এবং অস্হিচর্মসারদের খোলা মনের গৃহবিবাদ।

0 comments:

Post a Comment